
স্টাফ রিপোর্ট।
ব্যবসায়ীরা আনন্দ ভ্রমণ করলেন। সিলেট হকার্স মার্কেটের বৃহত্তর সিলেটী ফোরাম তাদের সদস্যদের নিয়ে ঘুরে এলেন পর্যটন এরিয়া জাফলং। মিলনমেলায় র্যফেল ড্র সহ সারাদিনের আনন্দে মেতে ছিলেন তারা। ব্যবসায়ীরা দেশ ও জাতির জন্য অগ্রনী ভূমিকা রাখেন উল্লেখ করে ব্যাবসা বাণিজ্যের মধ্যে দিয়ে মানুষের কল্যানে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।
আনন্দ ভ্রমণে অংশ নেন সভাপতি হাজি মোং আনোয়ার হোসেন, হাজি আব্দুল আজিজ, মোং আবুল খায়ের, হাজি দিলুয়ার মিয়া, হাজি খলিলুর রহমান, হাজি নুর মিয়া, মোং আফতাব মিয়া, আব্দুর রউফ মাষ্টার, আব্দুল মালিক বাদুল, হাজি নুরুল ইসলাম, মোং আশিক মিয়া, মোং সুরমান মিয়া, হাজি সালেহ আহমদ, মনজুর আহমদ, জয়নাল মিয়া, জব্বার আহমদ পাপ্পু, মোং শাহজাহান আহমদ, মোং মুরাদ আহমদ, মোং আব্দুল জলিল, মোং ইমাম উদ্দিন, মোং শাহাব উদ্দিন, আবুল হাসনাত জুবেদ, সাহেদ আহমদ, শামিম আহমদ চৌধুরী, মোং শাহজাহান মিয়া, মনজুর আহমদ, মাসুম আহমদ অপু, মোং নাছিম আহমদ, মোং জাকারিয়া আহমদ, মোং জায়েদ আহমদ, মোং মুহিত আহমদ, মোং তাজুল আহমদ, মোং আশরাফ মিয়া।