
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছে “আলোর ফাউন্ডেশন” মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন, লংগদু।
১২ আগষ্ট (মঙ্গলবার) লংগদু উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল স্টোরের মালিক মোঃ নায়েব আলী সওদাগরের পক্ষে ও পরিচালক মোহাম্মদ শুরুজ্জামালের ব্যক্তিগত অর্থায়নে মাইনীমুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এফআইডিসি টিলা ও বড় কলোনী এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুর জামাল উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে জামাল স্টোরের মালিক নায়েব আলী সওদাগর, এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শুরুজ্জামাল, সেক্রেটারী হারুনুর রশীদ, মদিনাতুল উলুম মাদরাসার সভাপতি আবদুর রশীদ, আলো ফাউন্ডেশনের শাহ পরান, হাসান, সেলিম আলী প্রমূখ্য উপস্থিত ছিলেন।
এ সময় আলোর ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, প্রতি বছর অতি বৃষ্টির কারণে কাপ্তাই লেকে বন্যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে থাকে। এর ফলে হত-দরিদ্র পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেই তুলনায় তারা তেমন কোনো সহযোগিতা পান না। বিত্তশালী মানুষগুলো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালে সমাজের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে মানবিক মর্যাদা। তিনি বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানান।