1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলিক সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার চিন্তাধারা। সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ- হাসনাত -সারজিসরা। প্রাথমিকের শিক্ষকদের বদলি সহ প্রধান নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প। নিহত সোহাগের পরিবারে মাতম। পাঁচজন গ্রেপ্তার। প্রধানমন্ত্রী সহ সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল। ভাল ফলাফল বিএনপি নেতার ছেলে মিশকাত চৌধুরীর, ২৪টি জিপিএ-৫ সহ অনন্য অর্জন স্কলার্সহোমের। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রাতের ভোট আয়োজনে সাহায্য করেছে গোয়েন্দা সংস্থা, ইসির করার কিছু ছিল না: জবানবন্দিতে নুরুল হুদা। হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের কবর রচনা করেছি—– বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

মৌলিক সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার চিন্তাধারা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা, ভোটের অনুপাতে (পিআর) সংসদের উচ্চকক্ষ গঠন, নারী আসনে সরাসরি নির্বাচনসহ কয়েকটি বিষয়কে মৌলিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মৌলিক সংস্কার এড়ানোর সুযোগ নেই। সংস্কারের সনদ হলেই দ্রুত নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন।

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা, ভোটের অনুপাতে (পিআর) সংসদের উচ্চকক্ষ গঠন, নারী আসনে সরাসরি নির্বাচনসহ কয়েকটি বিষয়কে মৌলিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মৌলিক সংস্কার এড়ানোর সুযোগ নেই। সংস্কারের সনদ হলেই দ্রুত নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই ঐকমত্য কমিশনের সভাপতি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে বৈঠক থেকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সংস্কারে ৩০ রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় দফায় ১৪ দিন সংলাপ করেছে কমিশন। পিআরের ঘোর বিরোধী বিএনপি ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় না। দলটি সংসদের নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন চায়।

অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ২১টি দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ ছাড়া মানবে না বলে জানিয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলন আবার সংসদ নির্বাচনেও পিআর চাইছে। তাই উচ্চকক্ষ গঠন নিয়ে চার দিন সংলাপ হলেও ঐকমত্য হয়নি।

বৈঠক সূত্র জানিয়েছে, সংলাপের অচলাবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে কমিশন। সরকারপ্রধান বলেছেন, সংবিধানের সুরক্ষা এবং মনমর্জি কাটাছেঁড়া বন্ধে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন মৌলিক সংস্কারের অংশ, যা এড়ানো যাবে না।

সাংবিধানিক ও সংবিধিবব্ধ প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র কমাতে কমিটি গঠনের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সাতজনকে নিয়ে গঠিত এ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে। বিএনপি এতে রাজি নয়। অন্যান্য দল এ ধরনের নিয়োগ কমিটি চায়।

বৈঠক সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেছেন, সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনের বিধান সংবিধানে থাকতে হবে, যাতে কেউ ভবিষ্যতে বদলে দিতে না পারে।

ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, সংসদে সংরক্ষিত ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন হবে। এনসিপি এতে একমত হলেও বিএনপি, জামায়াত রাজি নয়। বিএনপি বিদ্যমান পদ্ধতিতে নারী আসনের বণ্টন চায়। জামায়াত চায় পিআর পদ্ধতিতে।

এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, যে পদ্ধতিতে হোক, নারী আসনে সরাসরি নির্বাচন হতে হবে। বিদ্যমান পদ্ধতি একটি ধোঁকা, যা নারীর প্রতিনিধিত্ব এবং ক্ষমতায়ন নিশ্চিত করে না।

ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ আগস্ট শেষ হবে। এর আগেই জুলাই সনদ প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সনদে বলা হবে, কীভাবে কত দিনে কোন প্রক্রিয়ায় সংস্কার করা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সংস্কারের সনদ হলে দ্রুত নির্বাচন করতে হবে।’ এই সময় আলী রীয়াজ বলেন, কমিশন ৫ আগস্টের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার বরাতে বলা হয়েছে, ঐকমত্য কমিশনের সংলাপ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সবাই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ-বিদেশে এ উদ্যোগের প্রশংসা হচ্ছে।

আলী রীয়াজ কমিশনের সভাপতিকে জানান, দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্য হয়েছে। আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সংলাপ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট