1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। ঘরে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ , ছেলে ও ছেলের বউ আটক। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরলেন মাহবুব চৌধুরী। দুর্বল ৫ ব্যাংকের ভাগ্য নির্ধারণে শুনানি শুরু। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। আজও পুলিশের সাথে গনঅধিকার পরিষদের সংঘর্ষ। উপদেষ্টা হতে ২০০ কোটির চেক, সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান। অফিসবিহীন ব্যাংক কেমন হবে, ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছে দেশ।

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট বেড়েছে—–বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি। একই সাথে খুন গুমের শিকার এবং আন্দোলনের ত্যাগী পরিবারের পাশে থাকবে দলটি, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে সকল হত্যা, মামলার বিচার করা হবে।। পবিত্র ঈদুল আজহায় চব্বিশের গণঅভ্যুত্থানে ত্যাগী দুই পরিবার গুরুতর আহত সালমান বিন সোয়াইব ও আলাল আহমদের সাথে তাদের বাসায় গিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বিএনপি নেতা, সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

এ সময় মাহবুব চৌধুরী বলেন, দেশে বহুমাত্রিক সংস্কার দরকার হলেও এখনও কোন সংস্কারের দেখা পেলাম না। কতগুলো সংস্কার আছে যেগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর কোন বিরোধ নেই এমন অসংখ্য সংস্কার অন্তর্বতীকালীন সরকারই চাইলেই করতে পারত। কিন্তু বাস্তবে তা ঘটছেনা। সংস্কার আগে না নির্বাচন আগে এ বিতর্ক অপ্রয়োজনীয়। গত ১০ মাসে আমাদের জুলাই বিপ্লবের মূল আকাঙ্খা এখন রীতিমতো হতাশায় পরিনত হয়েছে। বাংলাদেশে যে ইস্পাতকাঠিন দৃঢ় রাজনৈতিক ঐক্য ৫ আগষ্টের গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্য কতটুকু আছে? রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট বেড়েছে। জুলাই বিপ্লবীদের ত্যাগ ও জীবন দান আমরা কোন দিন ভূলবো না।

জীবিকার নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা, কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারের অস্পষ্ট নীতি ব্যবস্থাপনা, অবকাঠামোর ঘাটতি, আইনের অস্পষ্টতা ও জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা দুরিকরণে কোন সংস্কার এখনো দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ করণীয় ছিল। সরকার সংস্কারের উদ্যোগ নিলেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন সম্ভব ছিল বলে মনে করেন বিএনপির এই নেতা।

৮ জুন রবিবার রাতে তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চব্বিশের গনঅভ্যুত্থানে গুরুতর আহত দুই পরিবার সালমান বিন সোয়াইব ও আলাল আহমদের সাথে তাদের সিলেটের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এবং চিকিৎসার খোজ খবর নেন।

এ কর্মসূচীতে আরো ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা ও স্হানীয় ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার আহমদ, যুবদল নেতা সুজন।

উল্লেখ্য যে ৫ আগষ্ট ঢাকার রামপুরায় ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের পিছনে ইনবেন্ড ইলেকট্রিক কোম্পানির ম্যানেজার সিলেটের ছেলে সালমান বিন সোয়াইব পুলিশ ও আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে গুরুতর আহত হন। তার দুটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। অন্তর্বতী সরকার তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাটালেও তেমন উন্নত হয়নি তার অবস্হা। তিনি এখনও জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। আলাল আহমদ ৪ আগষ্ট সিলেটের মানিকপীর রোডে আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে গুরুতর আহত হন, তারও দুটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। আলালকে ও এখনও জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট