স্টাফ রিপোর্ট।
গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। তারার প্রথমে দুটি এবং পরে আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের খবর নিশ্চিত করেন। সামরিক মুখপাত্রও এ তথ্য সমর্থন করেছেন।
পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করলেও, দিল্লি এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা। বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য।