1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। ঘরে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ , ছেলে ও ছেলের বউ আটক।

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবিরকর্মীদের বিরুদ্ধে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা (এয়ানত) না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখাসংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ও তাঁর সহকর্মীদের দাবি, হামলাকারীরা ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় এক জামায়াত নেতার অনুসারী।

আহত ব্যাংক কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া (৪৩)। ১৬ বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন। মাধবদী পৌর শাখায় বিনিয়োগ বিভাগের (লোন সেকশন) প্রধান। শাখাটিতে তিনি পাঁচ মাস ধরে কর্মরত রয়েছেন। মারধরের শিকার হওয়ার পর সেলিম মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঘটনার বর্ণনা দিয়ে মাধবদী পৌর শাখার একাধিক কর্মকর্তারা জানান, ২৭ মার্চ সকালে ওই ব্যাংকে ছাত্রশিবিরের ৯ থেকে ১০ জন কর্মী চাঁদা নিতে আসেন। ঈদের আগমুহূর্ত হওয়ায় ওই দিন ভিড় ছিল ব্যাংকে। এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা মো. সেলিম মিয়ার ডেস্কে গেলে তিনি তাঁদের বলেন, ‘আপনারা এভাবে কালেকশন না করে এক জায়গায় বসেন।’ এ সময় তিনি একজন কর্মকর্তাকে চাঁদা তুলে দেওয়ার দায়িত্ব দেন। বিষয়টি শিবিরকর্মীর পছন্দ হয়নি।

কর্মকর্তারা জানান, ওই দিন বিকেলেই মাধবদী পৌর জামায়াতের আমির আমিনুল ইসলামের নেতৃত্বে শিবিরের নেতা–কর্মীরা আবার ব্যাংকে আসেন। এ সময় ওই নেতা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) আবু সাঈদকে বলেন, তাঁর কক্ষে যেন সেলিম মিয়াকে ডেকে আনা হয়। ব্যবস্থাপকের কক্ষে ঢোকার পর কোনো কিছু না শোনেই সেলিমকে আক্রমণ করে কথা বলতে থাকেন জামায়াত–শিবিরের লোকজন। একপর্যায়ে সেলিম মিয়ার হাত-পা কেটে ফেলার হুমকি দেন তাঁরা। প্রতিবাদ করেন ব্যবস্থাপক।

এ ঘটনার জের ধরেই আজ হামলার শিকার হয়েছেন বলে দাবি ব্যাংক কর্মকর্তা সেলিম মিয়ার। প্রথম আলোকে তিনি বলেন, ওই দিন হুমকি দেওয়া শিবিরের ১০-১২ জন নেতা–কর্মী তাঁর পথ রোধ করেন এবং টেনেহিঁচড়ে পাশের গলিতে নিয়ে যান। সেখানে তাঁকে উপর্যুপরি কিলঘুষি, লাথি ও লাঠির আঘাত করতে থাকেন তাঁরা। কয়েক ব্যক্তি দূরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখলেও তাঁরা এগিয়ে আসেননি। একপর্যায়ে চিৎকার শুনে দুজন সহকর্মী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

এরপর সেলিম মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এখন নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। সেলিম মিয়া জানান, হামলাকারীরা প্রায়ই চাঁদা তুলতে আসেন। তাই নাম জানা না থাকলেও তাঁদের চেনেন। তিনি বলেন, ‘দুজন সহকর্মী এগিয়ে না এলে আজ কী হতো, জানি না।’

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতিমা আক্তার জানান, শরীরের বিভিন্ন অংশে মারধরের শিকার ওই ব্যাংক কর্মকর্তার চিকিৎসা চলছে। বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। এসব পরীক্ষার ফলাফল দেখে বোঝা যাবে আঘাতের মাত্রা কতটা।

শিবিরের নেতা–কর্মীরা চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আবু সাঈদ। তিনি বলেন, ‘সম্প্রতি তিনজন জামায়াত নেতাসহ অন্তত ৪০ জনের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা করায় তাঁরা ক্ষুব্ধ ছিলেন। বিষয়টি হেড অফিস ও জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং থানা জামায়াতের আমিরকে জানানো হয়েছিল। সব জায়গা থেকেই বলা হয়েছিল, ঈদের ছুটি শেষে বিষয়টি তাঁরা দেখবেন। এর মধ্যেই এমন ঘটনা ঘটে গেল। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’

এ বিষয়ে মাধবদী পৌর জামায়াতের আমির আমিনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নজরে আনা হলে মাধবদী থানা জামায়াতের আমির জাফরুল্লাহ খান বলেন, ‘আজ সকাল থেকেই গাজার ঘটনার প্রতিবাদ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে শুনেই ব্যাংকে গিয়েছি। বিষয়টি আগে আমাদের জানা ছিল না। বিষয়টির সুষ্ঠু সমাধান করব আমরা।’

এ ঘটনায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে জানিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী কর্মকর্তার সঙ্গে কথা বলেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট