স্টাফ রিপোর্ট।
সৌদি আরবে এক দিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালের পর এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সর্বশেষ মঙ্গলবার শিরশ্ছেদ করা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ছিল। তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক ছিলেন।
এর আগে ২০২২ সালের মার্চ একবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।