1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। ঘরে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ , ছেলে ও ছেলের বউ আটক।

বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইঢেয়র কাজ শুরু করে দিয়েছ বিএনপি। দলটির শীর্ষ ৫ নেতা খসড়া তালিকা তৈরির কাজ করছেন। সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনকে ঘিরে সিলেটে বিএনপিতে রীতিমত প্রার্থীজট দেখা দিয়েছে। বিভাগের সবকটি আসনেই বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ৮০ জন নেতা মনোনয়নের দাবিদার।বিভাগের মনোনয়ন প্রত্যাশী এই নেতাদেরিনিয়ে আগামী রোববার (১৯ অক্টোবর) বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জানা গেছে, রোববার দলের চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ -২ আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব মাহবুব চৌধুরী। তিনি বলেন, বৈঠকের বিষয়টি দলের পক্ষ থেকে আমাকে ও জানানো হয়েছে। আমি তাতে অংশ নেবো এবং আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য ধানের শীষ চাইব। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ২০১৩ সালে ২৭ আগষ্ট দিরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করেছিলাম। কিন্তু স্বৈরশাসকের একদলীয় নির্বাচন বিএনপি বর্জন করায় আমি অংশ নেইনি। দশম সংসদ নির্বাচন বর্জন ও বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ থেকে স্বৈরশাসকের পেটুয়া বাহিনী গ্রেফতার করে। রিমান্ড, জেল জুলুম ক্ষতি সহ্য করেছি। ৯০’ র স্বৈরাচার বিরোধী আন্দোলনে সৈনিক ছিলাম। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীকের জন্য দলীয় নমিনেশন ভাইবা বোর্ডে অংশ নিয়েছিলাম। দ্বাদশ সংসদ নির্বাচন আমরা বর্জন করলাম। আন্দোলন সংগ্রামে থাকায় দ্বশম সংসদ নির্বাচনের আগেই ১০ ডিসেম্বর ‘২৩ এবং জুলাই আন্দোলন চলাকালে ২২, ২৪, ২৯ জুলাই ‘২৪ আমার বাসায় পুলিশ অভিযান চালায়।

এ ব্যাপারে কথা বলতে সিলেট বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র এবং এবারের মনোনয়ন প্রত্যাশী জি কে গৌছের নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠরা জানান, তলবের খবর পেয়েই তিনি ঢাকা চলে গেছেন এবং সেখানেই অবস্থান করছেন। মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী। সন্ধ্যায় তিনি এক সমাবেশে ছিলেন। ফোন ধরে বললেন, ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সুনামগঞ্জ-৫ আসনের দুইবারের নির্বাচিত বিএনপি নেতা কলিম উদ্দিন মিলনও গতকাল ঢাকায় ছিলেন। ফোন ধরে জানালেন তিনি ঢাকা থেকে এলাকায় ফিরছেন। আগামী রোববারের সাক্ষাৎকারের জন্য আবার যাবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট