স্টাফ রিপোর্ট।
দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হওয়ার পাশাপাশি ইংলিশ মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বৃটিশ কারিকুলামের বার্ষিক ফলাফল প্রকাশ হয়েছে।
আজ ১০ জুলাই বৃহস্পতিবার সিলেট নগরীর পাটানটুলাস্হ ক্যাম্পাসে ফলাফল প্রকাশ করেন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোসলে উদ্দিন ভূইয়া।
৯ম শ্রেণিতে বৃটিশ কারিকুলামে ভালো ফলাফল করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরীর ছেলে মিশকাত চৌধুরী। তার নির্ধারিত বিষয় মেথ, কেমেস্ট্রি, ফিজিক্স, বাংলা, আইসিটি, ইংলিশে ভিত গড়ে মেধাবী ও দৃঢ়চেতা শিক্ষার্থী হিসেবে সাফল্যের ভবিষ্যৎ গড়তে চায়। চলতি বছরের অক্টোবরে বা আগামী বছরের মে মাসে বৃটিশ কাউন্সিলের অধীনে ও লেভেল পরীক্ষায় অংশ নিবে সে।
এদিকে স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২৪ জন জিপিএ-৫ সহ ৯৭ টি জিপিএ-৪ এসেছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় অনবদ্য ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেন ও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।