1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা। তারেক রহমানের ৯ বছর ও ডাঃ জুবাইদার ৩ বছরের সাজা বাতিল।। প্রধান উপদেষ্টার ড,ইউনুসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী সাক্ষাৎ। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই আজহারকে ফাঁসি দেওয়া হয়েছিল-সুপ্রিম কোর্ট, শফিক রেহমানও খালাস। সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, পাল্টা অবস্থান জুলাই মঞ্চের। উত্তাল সচিবালয়, হুশিয়ারি এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। জাপার জিএম কাদের-চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈটকের সারমর্ম। রোডম্যাপের আশ্বাস মেলেনি। উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, পাল্টা অবস্থান জুলাই মঞ্চের।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পৌনে ১২টার দিকে কর্মচারীরা বাদামতলা থেকে অবস্থান সরিয়ে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।এ নিয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন তাঁরা।

বিক্ষোভে অংশ না নেওয়া অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। ‘অবৈধ কালো আইন মানা হবে না’—বলে স্লোগান দিচ্ছেন কর্মচারীরা।

সচিবালয়-এনবিআরসহ দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে গতকাল সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। সেখানে দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবি জানান তারা।

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট