স্টাফ রিপোর্ট।
আগের আওয়ামীলীগ সরকারকে চোরতন্ত্র প্রতিষ্ঠায় যে আমলারা সহায়তা করেছিল, ৫ আগস্টের পর তারা হারিয়ে গিয়েছিল। তারা নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে চোরতন্ত্র কায়েম করা রাজনীতিকরা হারিয়ে গেছে, ব্যবসায়ীরা ম্রিয়মাণ রয়েছে।অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকার যে নীতি-কৌশল গ্রহণ করেছিল, তাতে কিছু ঘষামাজা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্য ছিল না। তিনি আরও বলেন, আগামী বছরে রাজস্বের ৪৭ শতাংশ চলে যাবে ঋণের সুদ পরিশোধে, আর ২৭ শতাংশ যাবে ভর্তুকি দিতে। এ অবস্থায় সরকারের ব্যয় মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে ঋণের পরিমাণ বাড়াতে হবে। ফলে বেসরকারি খাতে ঋণে টান পড়বে।
মঙ্গলবার (১৯ মে) গুলশানের হোটেল লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নীতি সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রামরুর প্রতিষ্ঠাতা ও ক্যালেন চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিকী বলেন, মালয়েশিয়ায় আবার শ্রমবাজার খুলতে যাচ্ছে, কিন্তু পুরোনো ব্যবস্থাতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে বড় পরিবর্তন হবে বলে মনে হয় না। প্রবাসী আয় বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এত বছর ধরে এ কথাটি বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে বিএনপি নেতা, সংসদ সদস্য প্রার্থী, বিশ্লেষক, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী এই প্রতিবেদককে বলেন, সংস্কার আগে না নির্বাচন আগে এ বিতর্ক অপ্রয়োজনীয়।অন্তর্বতীকালীন সরকার অনেক সংস্কার করতে পারে, কিন্তু বাস্তবে তা ঘটছে না। অনেক সংস্কার কমিশন গঠিত হলেও সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি নেই। সরকার উদ্যোগ নিলেই পরিবর্তনের দৃষ্টান্ত স্হাপন সম্ভব। আমরা যদি গত আট মাসের শাসনামল বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের জুলাই বিপ্লবের মূল আকাঙ্খা এখন রীতিমতো হতাশায় পরিনত হয়েছে। আট মাসে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকট বেড়ে উদ্বেগজনক পর্যায়ে এসে পৌঁছেছে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস বেড়ে গেছে। আট মাসে সরকার সংকট থেকে কতটা উত্তরণ করতে পেরেছে?
সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক ড. এনামুল হক বলেন, এ সরকারের এটিই একমাত্র বাজেট হলেও, আগামী বাজেটে ৫ আগস্টে তৈরি হওয়া মানুষের প্রত্যাশা ও লক্ষ্যের দিকনির্দেশনা দিয়ে যেতে হবে।