1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য সহ গ্রেপ্তার ৩. সিলেট বিএনপিতে আরিফ মুকতাদির কোন্দল চরমে, সংঘর্ষের আশংকা। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর : রাষ্ট্রের মুখোশে ব্যক্তিগত স্বার্থ? রওশন এরশাদের বাসভবন কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর। আওয়ামী লুণ্ঠনচিত্র, ‘দরবেশ বাবা’ ও ৪০ চোর। এনসিপি নেতার তদবিরের ভিডিও ভাইরাল, সাবেক নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। ভারতজুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের, বহু সামরিক স্থাপনায় আঘাতের দাবি।

সিলেট বিএনপিতে আরিফ মুকতাদির কোন্দল চরমে, সংঘর্ষের আশংকা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সিলেট বিএনপিতে আরিফ মুকতাদির কোন্দল চরমে, ডাঃ জোবায়দা ইস্যু, সংঘর্ষের আশংকা।

বিএনপির সিলেটে চেয়ারপার্সনের দুই উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুকতাদির কোন্দল চরম আকার ধারণ করেছে। সংসদীয় আসন সিলেট ০১ ঘিরে পুরনো এই দন্ধ আবার ভয়ংকর রুপে মাথাছাড়া দিয়ে উঠেছে। এই কোন্দল কে দলের কর্মি সমর্থকরা মোটেই ভালো চোখে দেখছেননা। তারা বলছেন এ রকম কোন্দল বিভাজনের কারনে বিগত বিএনপি সরকারের সময়ে সিলেটে শত উন্নয়ন করার পরও ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পরাজিত হন।এখনকার মুকতাদির আরিফ দন্দের মত তখন সাইফুর ইলিয়াছ দন্ধ ছিল। কোন্দলের শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ যোবায়দা রহমানকে কেন্দ্র করে। ডা. জোবাইদা রহমানকে সাংসদ হিসাবে দেখতে চাই’ লেখা পোস্টারকে ঘিরে। এতে জোবাইদা রহমান ছাড়াও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আছে। এতে লেখা রয়েছে– ‘বাংলাদেশের অহংকার সিলেটবাসীর গর্ব ডা. জোবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট-১ এর সাংসদ হিসেবে, আমরা অবহেলিত, বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। অনেকে বলছেন, সিলেটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মুকতাদির বলয়ের নেতা কর্মিরা এটা মেনে নিতে চাননা। তারা ঘুরিয়ে ফিরিয়ে এর বিরোধিতা করেছেন। পোস্টার লাগানো ব্যাক্তিকে ভয় দেখিয়েছেন। এ কান্ডে আরিফ বলয়ের নেতা কর্মিরা পাল্টা লিখছেন স্যোশাল মিডিয়ায়।

গত বছরের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে মুকতাদির বলয়ের একচেটিয়া মূল্যায়িত হলেও আরিফ সহ কয়েকজন ত্যাগী সিনিয়ার নেতাকে ষড়যন্ত্র করে কমিটিতে বাদ দেয়ার অভিযোগ উঠে খন্দকার আব্দুল মুকতাদিরের বিরুদ্ধে। শহরে বিক্ষোভ মিছিল হয়, সংঘর্ষের আশংকা ও ছড়িয়ে পড়েছিল। সিলেট বিএনপিতে কোন্দল চরম আকার ধারণ করে। বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ও সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাননি সাবেক আহবায়ক কমিটির সদস্য প্রস্তাবিত কমিটিতে সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা প্রস্তাবিত কমিটিতে সহ সভাপতি মাহবুব চৌধুরী, বিগত আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুক, রেজাউল করিম নাচন, ডা. মো শাকিলুর রহমান, ফাত্তাহ বকসী, আব্দুল্লাহ শাফি শাহেদ, আব্দুল গফফার, মখলিস খান, রায়হাদ বক্স রাক্কু, রফিকুল বারী রোমান, কামাল হাসান জুয়েল, মারুফ আহমেদ টিপু সহ উল্লেখযোগ্য কয়েকজন নেতা।

আন্দোলনের সময় বিদেশে চলে যাওয়ায় নাছিম হুসেনকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বিগত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েছ লুদীকে। আন্দোলনে থাকা নেতা কর্মিদের কমিটিতে মূল্যায়নের কথা বলা হলেও ত্যাগী কয়েকজন নেতা বাদ পড়ায় দন্ধ কোন্দল চরম আকার ধারণ করে। বিগত দুই বছরের বিএনপির সকল পর্যায়ের আন্দোলনে সহ মামলা ও কারানির্যাতিত ও দল এবং জিয়া পরিবারের সংকটে ৩০/৩৫ বৎসর থেকে এ দলে কাজ করা কয়েক জন নেতাকেও খন্দকার মুকতাদির তার ব্যাক্তি স্বার্থে ষড়যন্ত্র করে বাদ দিয়েছেন বলে অভিযোগ তুলেন বিপরীত বলয়ের নেতারা। ঘোষিত কমিটি প্রত্যাখান করে ও ত্যাগী নেতাদের যথাযথ স্হানে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল নগরীতে। মিছিলটি জিন্দবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্হা রেখে লন্ডন থেকে যিনি সবসময় কমিটি আনেন তার প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন।

দলের সাংগঠনিক দায়িত্বে থাকাদের পাশ কাটিয়ে, সিলেটের চেয়ারপার্সনের কয়েকজন উপদেষ্টার সুপারিশ উপেক্ষা করে  ত্যাগী কয়েকজন নেতাকে ইচ্ছে করে বাদ দিয়ে তার বলয়ের লোকজন দিয়ে কমিটি এনে দলে ক্ষতি, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠে খন্দকার মুকতাদিরের বিরুদ্ধে।

তখন অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে কোন্দলকে কোন রকম দামাচাপা দেয়া হলেও এখনও কমিটিতে আর এড হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষোভে অনেকে রাজনীতিতে ইনেক্টিভ হয়েছেন, বিদেশ ও চলে গেছেন। হাতে গুনা কয়েকজন এখনও মূল্যায়নের অপেক্ষায় আছেন। বিগত ৮/১০ বছর থেকে অঙ্গ সংগঠনের কমিটি করাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই কোন্দলের সুত্রাপাত হয়।

গতকাল ১৫ মে বৃহস্পতিবার আরিফুল হক চৌধুরী লন্ডন সফর শেষে সিলেট এসে তার বক্তব্যে সিলেট ১ আসনে জিয়া পরিবারের কাউকে নির্বাচন করার আহব্বান জানান। কোন্দল ও বিভাজন সৃষ্টির আঙুল তুলেন খন্দকার আব্দুল মুকতাদিরের বিরুদ্ধে। এ সভায় তিনি আরো বলেন কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। নেতা আমাকে বলেছেন- সিলেটে কাউকে আসন বণ্টন করেননি। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। তখন যাকে দিলে দল সংঘবদ্ধ হবে, দলের জন্য উপকার হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে দিবে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব।
খুব তাড়াতাড়ি সিলেট জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধ হবে এমন প্রত্যাশা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা আগামী নির্বাচনে দলকে সিলেটের ১৯ আসন উপহার দিতে চাই। এই জন্য সিলেটের একজন অভিভাবক দরকার। আমি নেতার কাছে দাবি করেছি- এমন একজন নেতা দরকার যাকে ঘিরে সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং সিলেট বিভাগের মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকে সিলেট-১ আসনে চাই। তাকে ঘিরে সিলেটের উন্নয়নের আশা দেখবে মানুষ। এতে সিলেটবাসীর বিগত ১৭ বছরের বঞ্চনার অবসান হবে।
এই সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহসভাপতি ও জেলা কৃষক দল আহ্বায়ক ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুস শুকুর, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়া প্রমূখ।

একটা সময় সিলেট বিএনপিতে একচ্ছত্র আধিপত্য ছিল প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের। পরে তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী আলাদা বলয় তৈরি করেন। সাইফুর রহমানের মৃত্যু ও ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর বিএনপিতে নতুন মেরুকরণ হয়। এখন মুক্তাদির ও আরিফুলে নেতা-কর্মীরা বিভক্ত। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, সাইফুর-ইলিয়াসের অনুপস্থিতিতে স্থানীয় বিএনপির নেতৃত্ব অনেকটা মুক্তাদিরের নিয়ন্ত্রণে চলে যায়। এখন বিএনপির ও এর সহযোগী সংগঠনের অন্তত ৬০ শতাংশ নেতা-কর্মী তাঁর অনুসারী।

স্থানীয়ভাবে কয়েক বছর ধরে দলে অসন্তোষের একটা বড় কারণ, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কমিটিতে মুক্তাদিরের অনুসারীদের বেশি ঠাঁই পাওয়া। সর্বশেষ গত ৫ নভেম্বর ঘোষিত সিলেট মহানগর বিএনপির ১৭০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া প্রায় ৯৫ শতাংশই মুক্তাদিরের অনুসারী। এতে আরিফুল বলয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিএনপির একটি পক্ষের দাবি, কমিটিতে ‘আওয়ামীঘেঁষা ব্যক্তি’, সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় অনেকে আছেন। এমনকি যাঁরা বিগত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে রক্ত ঝরিয়েছেন, তাঁরাও নেই। যাঁরা ঠাঁই পেয়েছেন, তাঁরা সবাই মুক্তাদিরের অনুসারী। অনেক ত্যাগী, ইমেজ সম্পন্ন নেতাদের ষড়যন্ত্র করে বাদ দিয়ে, তার ভাই বৃটেনের ধনকুবর ব্যবসায়ী পাশা খন্দকার কে দিয়ে বিতর্কিত কমিটি এনে দলের চেয়ারম্যানের ইমেজকে বার বার ক্ষতিগ্রস্ত করে চলছেন।

সিলেট-১ আসনে নির্বাচন করে পরাজিত হন খন্দকার আব্দুল মুক্তাদির। এই আসনে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তারা দু’জন আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এখানে নির্বাচন করার জন্য মুক্তাদির ও আরিফুলের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। অনেকের ধারণা, সিলেট বিএনপিতে বিভক্তি থাকায় জিয়া পরিবারের বাইরে কেউ এই আসনে নির্বাচন করলে পরাজয়ের আশঙ্কা আছে। ডা. জোবাইদার পোস্টার নগরীজুড়ে সাঁটানোর পর অনেকেই ফেসবুকে তাঁকে সিলেটের অভিভাবক হিসেবে  আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ বলছেন, ডা. জোবাইদা সিলেট-১ আসনে নির্বাচন করলে ঐক্যবদ্ধ হবে সিলেটের বিএনপি।

আরিফুল হক সম্প্রতি লন্ডন সফরে যান। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, মুক্তাদির যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট