স্টাফ রিপোর্ট।
চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ব্যবহৃত ইসরায়েলের তৈরি শক্তিশালী ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আইএসপিআর বলছে, গতকল বুধবার দিবাগত রাতে ভারতের পাঠানো ক্ষেপণাস্ত্রবাহী ২৫টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভূপাতিত ড্রোনগুলো ছিলো ইসরায়েলের তৈরি। এ ঘটনায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে ভারত থেকে পাঠানো ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ভারতের আধুনিক পাঁচটি জেট বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল বুধবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।
পাকিস্তানের লাহোর শহরের আকাশে ড্রোন বিস্ফোরণ ও ভূপাতিত হওয়ার ঘটনা এবং হঠাৎ আকাশসীমায় হামলার আশঙ্কায় কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রাথমিক তথ্যও তারা পেয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে গত বুধবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩১ জন নিহত হয়েছে। পাল্টা হামলায় ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সামরিক উত্তেজনার মধ্যে এমন সতর্কতামূলক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।