স্টাফ রিপোর্ট।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৭৮৬ টাকা ও ১০ হাজার ৫৩৮ মার্কিন ডলারের ব্যাংক হিসাব এবং শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। বিষয়টি আজ বুধবার জানা যায়।
মানিলন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় ব্যাংক হিসাব এবং শেয়ার অবরুদ্ধের এ আদেশ আদালত দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
ব্যাংক হিসাব এবং শেয়ার অবরুদ্ধের আদেশ হওয়া পরিবারের অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা সোবহান, কো-চেয়ারম্যান সাদাত সোবহান, সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর) ও সাফওয়ান সোবহান, সাফওয়ানের স্ত্রী ইয়াশা সোবহান।
আকতারুল ইসলাম বলেন, ‘আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের আরও সাত সদস্যের ৭০ ব্যাংক হিসাবের ১৯ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ২৬৬ টাকা ও ১০ হাজার ৫৩৮ মার্কিন ডলার এবং ৭৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৩০২ টি শেয়ারের ১ হাজার ৪৫৮ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের অনুসন্ধানকারী টিমের সদস্য সহকারী পরিচালক সাজিদ উর রহমান আদালতে এ আবেদন করেন।
এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানাসহ পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
ক্রোকের বদেশ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের বাড়িধারার ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের বাড়ি, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, একই জায়গায় রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামের ২০ লাখ ৫০ হাজার টাকামূল্যের ১৯ শতাংশ জমি।
আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি ও জমি ক্রোকের আবেদন করেন।