মোঃ এরশাদ আলী, লংগদু উপজেলা।
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু জোনের আওতায় পাহাড়ি এবং বাঙ্গালী হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, ঘরের টিন, এতিম খানার জন্য কম্বল, ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় তিন ব্রিজ বটতলা বাজারের ইবাদত খানা ও মসজিদের চাল নির্মাণের জন্য (তিন) বান ঢেউ টিন , নাজমা আক্তার ও বিলকিস বেগমকে একটি করে সেলাই মেশিন, সেনা মৈত্রী বিদ্যানিকেতন এর ব্যাটারি চালিত অটো গাড়ি মেরামত করার জন্য নগদ অর্থ, নও মুসলিমকে আর্থিক সহায়তা ও হিন্দু সম্প্রদায়ের অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রীশ্রী মহানাম যজ্ঞ উপলক্ষে নগদ অর্থ প্রদান এবং লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ,করল্যাছড়ি জামতাল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা এবং যাদাবল কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক উন্নয়ন সমিতির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ অন্যান্য অফিসার বৃন্দ।
সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা কার্যক্রম পাহাড়ের সাধারণের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিনিয়ত সেনাবাহিনীর এমন মানবিক কাজ খেটে খাওয়া মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করছে। সুবিধা ভোগীরা বাংলাদেশ সেনা বাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।