স্টাফ রিপোর্ট।
ঢাকা, সোমবার: রাজধানীর মহাখালীর রাজউক জোনাল অফিসে সাংবাদিকদের ওপর হামলা ও অপমানের ঘটনার প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার সাংবাদিক মাহতাবুর রহমান ও তার টিম দুর্নীতি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ ও সোলায়মান হোসেন তাদের আটকে রেখে হুমকি দেন এবং সোলায়মান হোসেন হাতুড়ি দিয়ে মারধর করেন।
সাংবাদিকরা অভিযোগ করেন, সোলায়মানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সোলায়মানের গ্রেফতার ও বিচার দাবি করেন, অন্যথায় উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।