স্টাফ রিপোর্ট।
১৭ বছর পর কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী জনাব আব্দুস সালাম পিন্টুকে ঢাকায় দেখতে গেলেন বিএনপি নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাহবুব চৌধুরী।
এ সময় ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও কারাজীবনের বহু ঘটনা আলোচনা হয়। দল ও জিয়া পরিবারের সংকট মেরুকরণে তার এই ১৭ বছরের ত্যাগ জাতি মনে রাখবে বলে উল্লেখ করা হয়। দেশ ও দলের স্বার্থে বিগত চারদলীয় জোট সরকারের সময়ে দেশব্যাপী বিএনপি পুর্ণগঠনের কর্সূচীতে সুনামগঞ্জ টীমে একসাথে কাজ করার বহু স্মৃতিময় ঘটনার আলচনা হয়। শিক্ষা ও শিল্প উপমন্ত্রী থাকাকালে মানুষের কল্যানে উন্নয়ন অগ্রগতিতে তার ব্যাপক কর্মযজ্ঞের আলোচনা হয়।
উল্লেখ্য যে সাবেক এই মন্ত্রী গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিগত ফ্যাসিট সরকার ষড়যন্ত্র মূলক ভাবে আলোচিত গ্রেনেড হামলায় তাকে জড়িয়ে ২০০৮ সালে গ্রেফতার করেছিল। ফাঁসির দন্ডাদেশ দিয়েছিল।