প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৩:৪১ পি.এম
লংগদুতে’ সমাজসেবা অধিদপ্তরের “ওয়াকাথন ও মুক্ত আড্ডা” অনুষ্ঠিত।

মোঃ এরশাদ আলী, লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি।
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে "জাতীয় সমাজ সেবা ২০২৫" উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকৌশলী মোঃ সামসুল আলম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। সামাজিক নিরাপত্তা সহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরিশেষে লংগদু উপজেলার প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে অসহায় দরিদ্র, এতিম বাচ্চা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, কম্বল, ও নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত