স্টাফ রিপোর্ট
দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান বন্ধ করে দেওয়া যাবে না। কর্তৃত্ববাদী শক্তির পরাজয়ের মধ্য দিয়ে একটি সুশাসিত, অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত স্বদেশ বিনির্মাণের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে বাস্তবে রূপ দিতে সরকার, রাজনৈতিক দল, জনসাধারণ ও তরুণ প্রজন্ম, শিক্ষার্থীসহ সকলের দায়িত্ব রয়েছে।
আজ ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী জননেতা মাহবুব চৌধুরী নতুন বছর ২০২৫ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথা বলেন।
বার্তায় তিনি আরো বলেন, দিন আসে দিন যায়। বাড়ে পৃথিবীর বয়স। আজ ঝরা পল্লবের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়বে ‘২০২৪। বিদায় অভাবনীয় আলোড়ন সৃষ্টিকারী ২০২৪। শনি-রবি বা জানুয়ারি- ফেব্রুয়ারি অক্ষয়-অব্যয় নামগুলো বারবার ফিরে আসে কিন্তু যে সালটি একবার বিদায় নেয় তার আর কখনো প্রত্যাবর্তন হয় না। ধাবমান সময়ের পথে মানুষের চাওয়া- পাওয়া, স্বপ্ন, আশা-প্রত্যাশা অপূর্ণই থেকে যায়। তবুও মানুষ বাঁচার স্বপ্ন দেখে। স্বপ্ন বুনে আগামী দিনের। আশার ফানুস ওড়ায় নতুন দিনের।
অভিবাদন নতুন বর্ষ ২০২৫। হ্যাপি নিউ ইয়ার।