এসএম এরশাদ আলী,লংগদু(রাঙ্গামাটি)।
দীর্ঘ ১৬ বছর পর পার্বত্য রাঙ্গামাটির দূর্গম লংগদুতে বিশাল কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী লংগদু উপজেলা শাখা।
শুক্রবার (৪ অক্টোবর ) সকাল ৯ টায় লংগদু উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও মাইনীমুখ ইউনিয়ন আমীর মুহাম্মদ শিহাব উদ্দীন শিহাব এর সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াত ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম, রাঙ্গামাটি জেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জেলা সহ সাধারন সম্পাদক মনসুরুল হক, রাঙ্গামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সানি, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।