মোঃ এরশাদ আলী, লংগদু, (রাঙ্গামাটি)।
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে সেনা জোনের পক্ষ হতে অর্ধশত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ,সেলাই মেশিনসহ স্বাবলম্বী হওয়ার মতো বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লংগদু সেনা জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া,পিএসসি’র উপস্থিতিতে প্রান্তিক পর্যায়ের অর্ধশত অসহায় পাহাড়ি বাঙ্গালী পরিবারের মাঝে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় নগদ অর্থ, সেলাই মেশিন সহ,স্বাবলম্বী হওয়ার জন্য উপকরণ প্রদান করেন।
এসময় উপকরণ হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণ। তারা বলেন, পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নাই। সুখে দুঃখে যে কোন মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অত্র জোনের উপ অধিনায়ক আহমদ ফারশাদ কবির, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ সহ জোনের অন্যান্য অফিসার বৃন্দ।