স্টাফ রিপোর্ট।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বিভাগীয় শোভাযাত্রা ও সমাবেশ আলীয়া মাদ্রাসা মাঠে নেতা কর্মি সমর্থকরা জমতে শুরু করেছেন। দ্রুত গনতন্ত্রে ফিরতে চায় বিএনপি।
সমাবেশ স্হলে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, ৯০ ‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী এই প্রতিবেদককে বলেন, দেশে গত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসন সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের আইন-বিচার ব্যবস্থাকে মগের মুল্লুক বানিয়েছিল, সেই নিপীড়নের–জুলুমের বাংলাদেশে কেউ ফিরে যেতে চায় না। দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরি করতে হবে। দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশকে তুলে ধরতে হবে। তবেই জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।