1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৮৭ লাখ টাকা তুলে নিলো কে, জানে না কেউ! রাঙ্গামাটির লংগদুতে বন্যার্তদের পাশে দাঁড়ালো “আলোর ফাউন্ডেশন। বেকারত্বে বন্দি তরুণ প্রজন্ম। বিশিষ্ট জনের কারন বিশ্লেষণ। পুলিশের ৯ পরিদর্শককে জনস্বার্থে অবসরে পাঠানো হচ্ছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জন গ্রেপ্তার। ভাড়াটিয়া বিতর্কে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে যে কারণে ঢাকার বাইরে বদলি। রোজার আগে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পাঠকৃত জুলাই ঘোষণাপত্র দেখুন এখানে ফিরে দেখা ৩৬ জুলাই, গণআন্দোলনে স্বৈরাচারমুক্তির ঐতিহাসিক দিন।

গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং। ফেসবুকে বিএনপির মিডিয়া উইং পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে দেয়া পোস্টে দাবি করা হয়, ‘গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার সহধর্মিনী ও তাদের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।’

এদিকে হামলার ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন অভিযোগ করেন, ঘোনাপাড়া এলাকায় গাড়িবহর পৌঁছালে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান কদরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। তার আগমন উপলক্ষে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৩টায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথসভা শেষে ৪টার দিকে ঘোনাপাড়া উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঘোনাপাড়ায় তাদের গাড়িবহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনিচুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট