২৬ হাজার কোটি টাকা মানিলন্ডারিং করেছেন ইউনূস, অভিযোগ শেখ হাসিনার, ৫০০ কোটি ডলার আত্মসাৎ ইস্যুতেও মুখ খুললেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপথনের অডিও ফাঁস হচ্ছে। এবার যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে মোহাম্মদ তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। অডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিন্দা করতে শোনা যায় শেখ হাসিনাকে। তিনি অভিযোগ করেন, ড. ইউনূস বিদেশে ২৬ হাজার কোটি টাকা পাচার করেছেন। এছাড়া কথা বলেছেন রূপপুর থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ ইস্যুতে। শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশের কাছাকাছিই আছেন, যেকোনো সময় দেশে চলে আসতে পারেন।