মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি)।
পার্বত্য চট্টগ্রামে সকল বৈষম্য দুর করে আয়না ঘর থেকে মুক্ত করতে হবে। পার্বত্য এলাকার বাঙ্গালিরা নিজের দেশে বসবাস করেও স্বাধীনতার স্বাদ বঞ্চিত বলে মন্তব্য করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে পার্বত্য এলাকার বৈষম্য, হত্যা, খুন গুম, সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরণ ও অবৈধ অস্ত্র মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবীতে পার্বত্য ছাত্র- জনতার মহা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মঙ্গোলীয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা বহিরাগত উপজাতিরা নিজেদেরকে আদিবাসী দাবী করে পার্বত্যাঞ্চলকে নিজেদের আদি ভূমি বলে দাবী করছে। অপরদিকে নিজ দেশে বসবাসরত পার্বত্য এলাকার বাঙ্গালীরা বৈষম্যর শিকার হচ্ছে। নিজেদের দেশের ভূখণ্ডে পরাধীনতার শিকলে বাঁধা ।
তিনি আরোও বলেন, অবিলম্বে পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে এ এলাকার বাঙ্গালীরা বৈষম্যমুক্ত হতে পারবে না।
মহা-সমাবেশে পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম এর পরিচালনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা-সচিব আলমগীর কবির, সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, সংগঠনের জেলা কমিটির সভাপতি শাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদসহ ছাত্র- জনতার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ গঠনে অগ্রধিকার, সরকারি চাকুরী, কলেজ- বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনসংখ্যার অনুপাতে সুযোগ- সুবিধা দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে কয়েক সহস্রাধিক ছাত্র- জনতার একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কন প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে সমবেত হয়।