মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার প্রত্যান্ত অঞ্চল আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি এলাকার ১০০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে লংগদু উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়’ লংগদু।
২৩ আগস্ট (শুক্রবার) উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে লংগদু উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের পক্ষ থেকে এসব শুকনো খাবার বিতরন করা হয়েছে।
শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, জ্বর এবং ডায়রিয়ার ওষুধ সামগ্রী।
এসময় সংগঠনে সভাপতি প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আল আমিন ইমরান, খন্দকার নাসির উদ্দীন, মোহাম্মদ হোসেন বাবুল, মোঃ জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, খালিদ রেজা, সাংবাদিক আলমগীর হোসেন ও এরশাদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ বলেন, ছায়ানীড়’ লংগদু প্রতিষ্ঠা হয়েছে অত্র এলাকার গরীব অসহায় দুস্থ মানুষের কল্যানের জন্য। ছায়ানীড় সে আলোকে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরীব আসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আগামীতে যে কোন পরিস্থিতিতে মানুষের কল্যানে কাজ করতে ছায়ানীড় সেচ্ছাসেবী সংগঠন বদ্ধপরিকর।