1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। ঘরে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ , ছেলে ও ছেলের বউ আটক। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরলেন মাহবুব চৌধুরী। দুর্বল ৫ ব্যাংকের ভাগ্য নির্ধারণে শুনানি শুরু। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। আজও পুলিশের সাথে গনঅধিকার পরিষদের সংঘর্ষ। উপদেষ্টা হতে ২০০ কোটির চেক, সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান। অফিসবিহীন ব্যাংক কেমন হবে, ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছে দেশ।

বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষাকারী দেশগুলোর মধ্যে অস্থিরতা বাড়ার আশঙ্কা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

 

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দীর্ঘ ২৪ বছর পর আবারো উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরের কারণে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক রূপরেখার উপর চাপ সৃষ্টি করবে এবং চীন-মার্কিন দ্বন্দ্বে ভারসাম্য রক্ষাকারী দেশগুলোর মধ্যে অস্থিরতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চলমান ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘ হওয়া নিয়ে বিশ্ববাসী যখন উদ্বিগ্ন হয়ে আছে সেসময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং পুতিন আবারো সাক্ষাৎ করলেন। ‘উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কের জন্য এ সফর ইতিবাচক হবে না বরং মনে হচ্ছে খারাপের দিকেই যাবে’ বলছেন সংশ্লিষ্টরা।

গত ২০১৯ সালের ৩০ জুন দুই কোরিয়াকে বিভক্ত করে এমন একটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করার পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।
অসামরিকীকৃত এলাকাটিতে কিম জং-উনের সাথে করমর্দন করে একটি ছবি তোলার পর এই পদক্ষেপকে ‘বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।
তবে সমালোচকরা সেসময় এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ভবিষ্যতের আলোচনার পথ সুগম হতে পারে এমন কোনো কার্যক্রম গ্রহণ করেনি তবে রাশিয়া এখন তা করলো।

পুতিন এই সফরের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিল যে ‘লুক ইষ্ট’ নীতিতে সে অবিচল আছে এবং এশিয়ায় তার অবস্থান সুদৃঢ় হচ্ছে।

গত স্নায়ু যুদ্ধের সময় রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) এশিয়ায় রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে বিজয়ী হয়।

দক্ষিণ এশিয়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সমর্থিত পাকিস্তান পরাজিত হয় এবং পাকিস্তান বিভক্ত হয়। সোভিয়েতের সমর্থনে এবং সোভিয়েতের ঘনিষ্ঠ বন্ধু ভারতের সহযোগিতায় ( সোভিয়েত-ভারত মৈত্রী চুক্তি) মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে মুক্ত করে।

ভিয়েতনামে কমিউনিস্ট গেরিলাদের সোভিয়েত ইউনিয়ন এবং চীন সমর্থন দেয়, আমেরিকা ১৯৭৪ সালে ভিয়েতনাম যুদ্ধে পরাজিত হয়।

অপরদিকে, দীর্ঘ স্নায়ু যুদ্ধ পরিচালনা করে যুক্তরাষ্ট্র ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে। সোভিয়েত ভেঙ্গে যায়।

এর প্রতিশোধ নেয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের সাবেক কেজিবি অফিসার পুতিন উঠেপড়ে লেগেছে। কিমের সঙ্গে বৈঠক করে একাজে একধাপ এগিয়ে গেল মনে করছেন বিশ্লেষকরা।

চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার ট্রায়ো যুক্তরাষ্ট্রের উপর সরাসরি চাপ বৃদ্ধি করলো। যুক্তরাষ্ট্র তার মাথার উপর থেকে এই চাপ সরানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করে তা এখন দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক, সামরিক এবং কুটনৈতিক বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট