স্টাফ রিপোর্ট।
বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। কালের বিবর্তে বিজাতীয় সংস্কৃতি ও কুসংস্কার মুক্ত থেকে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিতে অটল থাকতে হবে। বিগত বছরের দুঃখ-বেদনা, ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। ১৪৩১ শুভ নববর্ষে সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং সকলের শান্তিময় জীবন কামনা করি। নববর্ষের এই শুভক্ষণে একটি সুখী-সমৃদ্ধ আগামী নির্মান, গনতন্ত্র, আইনের শাষন, ভোটাধীকার, জনগনের সরকার প্রতিষ্টার অঙ্গিকার ব্যক্ত করছি।