স্টাফ রিপোর্ট।
পুঁজিবাজারে টানা দরপতনে জেরবার অবস্থা চলছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিটা দিনই দরপতন হয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বা বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৪৯ হাজার কোটি টাকা। আর গত পাঁচ সপ্তাহে বাজার মূলধন হারিয়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি। এতে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। প্রকট হচ্ছে আস্থাহীনতা।
বিশ্লেষক ও পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভালো কোম্পানির অভাব, কারসাজি এবং নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে আস্থার সংকটে ধুঁকছে পুঁজিবাজার। অন্যদিকে সুদের হার বেশি হওয়ায় তারল্য কমেছে। বড় বিনিয়োগকারীরা বিনিয়োগে না গিয়ে বাজার পর্যবেক্ষণে রয়েছেন। এসব কারণে পুঁজিবাজারে মন্দাভাব দেখা দিয়েছে।
লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ৬৯টি শেয়ারের, কমেছে ৩০১টির। আগের দরে লেনদেন হয়েছে ৩১টির। অর্থাৎ ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৯ হাজার ১৯২ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি টাকা। গত সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ২৫৯ কোটি ১৭ লাখ টাকা কম।
গত সপ্তাহের আগের সপ্তাহে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৬ কোটি টাকা। তার আগের তিন সপ্তাহে মূলধন কমেছে যথাক্রমে ১ হাজার ২৯১ কোটি টাকা, ৪ হাজার ৪৫২ কোটি টাকা এবং ৬ হাজার ৬০ কোটি টাকা। এতে পাঁচ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭২ হাজার ৮৯১ কোটি টাকা