স্টাফ রিপোর্ট।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি না করার অনুরোধ জানায়। এরই প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এ গণ ইফতারের আয়োজন করেন তারা।
এ বিষয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা কয়েকটি বিভাগের শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি না করার অনুরোধ করে। অথচ এ ইফতার মুসলিম সংস্কৃতি ও ক্যাম্পাসের এতিহ্যের অংশ। এই অনুরোধ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সেটারই প্রতিবাদে আমাদের গণ ইফতার কর্মসূচি পালন করা। প্রশাসনের নিকট আমাদের দাবি হচ্ছে মুসলিম এতিহ্যে ও শিক্ষার্থীদের অধিকারে খর্ব হয় এমন কোনো আদেশ যেন সামনের দিকে জারি না করে