
মোহাম্মদ এরশাদ আলী, লংগদু, রাঙ্গামাটি।
রাঙ্গামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে র্যালি, পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস হতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু নেতৃত্বে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে ৭ মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপদেষ্টা সুবাস চন্দ্র দাস, বাবু নিরুপন চাকমা, মোঃ মুজিবুর রহমান, মোঃ হোসেন আলী মেম্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী তানিয়া আফরোজ হাওয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ চান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা প্রমুখ্য উপস্থিত ছিলেন।