1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আবদুল হামিদের দেশত্যাগ, কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার, তিন পুলিশ প্রত্যাহার-বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। আওয়ামী লীগ নেতাকে লাঠিপেটার ভিডিও ভাইরাল। ১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের। ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে ভারত, ২৫টি ভূপাতিত করল পাকিস্তান, লাহোরে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে মার্কিন কনস্যুলেট। আবদুল হামিদের দেশত্যাগ, ক্ষোভ ঝাড়লেন হাসনাত। তদারকির দায়িত্ব পালন করা ৬৪ সচিবের আমলনামা খোঁজা হচ্ছে। ভোটারের বয়স ১৬, এমপি প্রার্থীর বয়স ২৩ চায় এনসিপি, বিএনপি সহ বিশেষজ্ঞরা যা বলছেন, ড,ইউনুস কি চান! ভারত পাকিস্তান যুদ্ধ /ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলটদের বন্দির দাবি পাকিস্তানের। পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, নিহত ৮, পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ, দুটি জেট বিমান ভূপতিত, সীমান্তে গুলাগুলি চলছে। কোরবানির জন্য সোয়া কোটি পশু প্রস্তুত– উপদেষ্টা

পায়রায় মাসে ৩০ লাখ চাঁদা দাবি ছাত্রলীগের।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

চাহিদামতো চাঁদা না পেয়ে হামলা চালিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। এরপর এক সপ্তাহের বেশি পার হলেও কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। হামলায় প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসও। এ ঘটনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এতে সরকারের অগ্রাধিকার এ প্রকল্প যথাসময়ে উদ্বোধন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

লিখিত অভিযোগপত্র ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নকাজ করে আসছে দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়নকাজের স্থানে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে জিতু, রনি, সজীব মৃধা, বাশার, রাজা, তুহিন তালুকদার, উজ্জ্বল তালকুদার, জুয়েল তালুকদারসহ ২০টি মোটরসাইকেলে ৪০ থেকে ৫০ জন বহিরাগত লোক পায়রা বন্দর এলাকায় প্রবেশ করে। এ সময় তারা সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পাওয়া দেশি ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাহিদা অনুযায়ী মাসিক চাঁদা না পেলে পায়রা বন্দরে কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেন।
এরপর ফের কাজ শুরু হওয়ায় ১ মার্চ আবারও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ওয়াটার বার্ডস লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী জাহিদুল ইসলাম, স্টোর কিপার মনির হোসেন, ড্রাইভার দুলাল মৃধাসহ পাঁচজন আহত হন। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর থেকে বন্দরের উন্নয়নকাজ বন্ধ রেখেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই বিষয়ে ওয়াটার বার্ডস লিমিটেডের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘২৬ ফেব্রুয়ারি বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের কাজ বন্ধ রাখতে বলে। এর পরও আমরা স্বল্প পরিসরে কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু ১ মার্চ ফের দলবল নিয়ে এসে আমাদের শ্রমিক এবং কর্মকর্তাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা মোটা অঙ্কের টাকার দাবিতে অনড় থাকে। ফলে এখন কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, ‘এ ঘটনার পর পায়রা বন্দর কর্তৃপক্ষকে আমরা ও চায়নিজ কোম্পানি লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কাজও চালু করা সম্ভব হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় আমাদের পাহারা দেয়। তাই কাজ করা সম্ভব হচ্ছে না।’

এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওই প্রকল্পের কাজে নিয়োজিত একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লি জোইং এবং দেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলামের আলাদা দুটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী জুনের মধ্যে কাজ উদ্বোধন করা। তবে কাজ বন্ধ থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কাজ না হলে যথাসময়ে প্রকল্প উদ্বোধন করা যাবেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট