স্টাফ রিপোর্ট
আজ পবিত্র শবে বরাত।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম এ দিনটি দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে। বিশেষ করে পুরো রাত ইবাদতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মানুষ।
রোবার (২৫ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন নগরী ও জেলা এবং উপজেলা শহরে মাগরিব নামাজের পর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়েছে।
অপরদিকে সিলেটের কবরস্থানে মাগরিবের নামাজের পর থেকেই মানুষের ভিড় দেখা গেছে। স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে এসেছেন। সন্ধ্যায় নগরীর সর্ববৃহৎ কবরস্থান হযরত শাহজালাল (রহ.) মাজার কবরস্থান, মানিকপির টিলার কবরস্থানে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ পবিত্র কুরআন তেলাওয়াত করেন। আবার কেউবা অঝোরে কাঁদেন, দুই হাত তুলে কবরস্থানে চিরঘুমে শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।