মোহাম্মদ এরশাদ আলী।
রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলায় ৩৭ বিজিবি’র অভিযানে ১,৪২,০০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকার অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ন রহমতপুর নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে একত্রিত করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর সার্বিক নির্দশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি টহল এবং তেমাথা বিজিবি ক্যাম্প হতে আরোও একটি টহল দল মিলে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক ৭১ ঘনফুট সেগুন (গোলকাঠ) জব্দ করা হয়। যার সিজার মূল্য-১,৪২,০০০/- (এক লক্ষ হাজার বিয়াল্লিশ হাজার) টাকা। জব্দকৃত কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বল জানান বিজিবি।
রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।